নতুন রাজনৈতিক শক্তি এনসিপির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, এ গণঅভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমাদের সব আশা পূরণ হয় নাই। আমরা এখনো এটাই মনে করি আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে। আমরা এখনো দেখছি, এ অভ্যুত্থানের আগের সেই পুরোনো সিস্টেম, পুরোনো কালচার, পুরোনো নিয়ম-কানুনে চলার ও ফেরত যাওয়ার একটা চেষ্টা চলছে।
বৃহস্পতিবার দুপুরের পর নীলফামারী জেলা শহরে জুলাই বিপ্লবে শহীদ রুবেল, সাজ্জাদের কবর জিয়ারত শেষে এবং সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প পরিদর্শনের পর নীলফামারী শহরে এক পথসভায় নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান যারা সফল করেছে তারা এখনো জাগ্রত আছে এবং রাজপথে আছে। এখনো যদি কেউ মনে করে পুরোনো দখলদারিত্ব এবং পুরোনো সন্ত্রাসের রাজত্ব ফেরত আসবে- তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতো হবে।
শহীদ রুবেল ও সাজ্জাদকে অনুপ্রেরণা উল্লেখ করে নাহিদ বলেন, সব শহীদ জীবন দিয়েছেন একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, থাকবে না আঞ্চলিক বৈষম্য। যে বাংলাদেশে স্বাধীনভাবে মতপ্রকাশ ও কথা বলার অধিকার থাকবে। ভাত, কাপড়, শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার থাকবে। সরকারি অফিসে দুর্নীতি থাকবে না। এমন একটি বাংলাদেশের জন্য আমাদের ভাইবোনেরা জীবন দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, এ গণঅভ্যুত্থানের পরে আমাদের সব দাবি পূরণ হলে আর আমাদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না। ১ বছর হলেও কোনো দাবি পূরণ করা হচ্ছে না।
এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সারজিস আলম, আবু সাইদ লিওনসহ অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর