
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, একটিমাত্র পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল। এই জমিদারি প্রথা গণঅভ্যুত্থানে ভাঙা হয়েছে। নতুন করে যদি কোনো জমিদারি, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয়, তার বিরুদ্ধেও কথা বলতে হবে, লড়াই করতে হবে।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা ছিল দেশটাকে নতুন করে গড়ব। একটি বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, একটি সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে গড়ে তুলব। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ হবে, কিন্তু একটি অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এই জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা চাই, প্রত্যেক উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, "আমাদের সনাতন ধর্মের ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছেন। তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলেছে তারা অসাম্প্রদায়িক, কিন্তু আসলে তা নয়। তারা কখনো সনাতন ধর্মের মানুষের উপর ইনসাফ করেনি। আমরা সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশি নাগরিক হিসেবে সকল সুবিধা পাব। হাসিনা নিজে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। যারা লুটপাট করে কোটি কোটি টাকা কামিয়েছে, তারা আজ নেই, পালিয়েছে। এভাবে নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়া তারা ঠিক করেননি।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "ব্যাক ডোর দিয়ে যারা ক্ষমতায় যাবে, পরের দিন তারা আপনাদের বাড়ির টিন খুলে নিয়ে যাবে। আজকে যারা ১০০ টাকা দিয়ে চাঁদাবাজি করছে, কালকে এরা মামলা বাণিজ্য শুরু করবে। যারা সিন্ডিকেট করছে, তাদের আপনারা চেনেন। আমাদের দেশের ভোটাররা ৩০০ টাকা দিয়ে ভোট বিক্রি করে। মনে রাখবেন, আজকে যারা ভোট বিক্রি করবেন, কালকে ওরা আপনাদের উপর নির্যাতন শুরু করবে।"
সার্জিস আলম বলেন, "আমার উপজেলাতেও চাঁদাবাজি চলছে। যে ১০০ টাকার জন্য হাত পাতে, এইরকম ছ্যাচরা, চাঁদাবাজ, লুটপাট যারা করে, তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব না। এনসিপির কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায়, মনে করবেন এই লোকটি আমার লোক নয়। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু ছাড় দেব না। আমরা মাথায় উঠিয়ে আছাড় দিয়ে ফেলে দেব।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর