
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় ভেজাল হারবাল ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে উসমান গনি (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চৌদার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় উসমান গনির বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ, যৌন উত্তেজক ওষুধ তৈরির নকল মোড়ক, ক্যাপসুল তৈরির খালি কৌটা ও জিনসেংয়ের স্টিকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
ওসি আরও জানান, উসমান গনি দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে বিভিন্ন ভুয়া ব্র্যান্ডের নামে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চৌদার এলাকায় সরকারি অনুমোদনহীন ওষুধ তৈরি ও বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। তারা আরও অভিযান পরিচালনার মাধ্যমে এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।
ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর