
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি চার বছর পার করলেও নতুন কমিটি গঠিত হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে সম্মেলন করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। ফলে কমিটির অধিকাংশ নেতাই নিষ্ক্রিয়, অপরিচিত, বিবাহিত ও চাকুরিজীবী অবস্থায় রয়েছেন। এতে অনেক নিয়মিত শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ হওয়ার পথে থাকলেও তারা পদে আসতে পারছেন না।
দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের পদ দেওয়ার অভিযোগ তুলে একাংশ তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, কমিটির অধিকাংশ সদস্য নিষ্ক্রিয় এবং তাদের শাখার সক্রিয় নেতাকর্মীরাও চেনেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, দীর্ঘ সময় ধরে কমিটি বহাল থাকায় সংগঠনে স্থবিরতা দেখা দিয়েছে। পদপ্রত্যাশী কর্মীদের শিক্ষাজীবন শেষ হওয়ার পথে। ফলে ত্যাগী কর্মীরা হতাশ হচ্ছেন এবং সংগঠনের কার্যক্রমে বিভেদ সৃষ্টি হচ্ছে।
ছাত্রদল কর্মী আল-আমিন বলেন, "কমিটির মেয়াদ চার বছর পূর্ণ হয়েছে। দ্রুত নিয়মিত শিক্ষার্থী ও অভিজ্ঞদের সমন্বয়ে নতুন কমিটি প্রয়োজন।"
আরেক কর্মী নুরউদ্দিন জানান, তারা নিয়মিত শিক্ষার্থী ও দীর্ঘদিন ধরে জড়িতদের মূল্যায়নের দাবি জানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর আস্থা রাখছেন।
ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ জানান, কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি অবগত এবং দ্রুতই একটি নতুন কমিটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির উদ্দিন রায়হান জানান, সারাদেশে কমিটি গঠনের কাজ চলছে এবং দ্রুতই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে। তারা কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর