
কুমিল্লা, ৫ জুলাই: কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় শুক্রবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার বিকেল ৫টার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় কড়ইবাড়ি কবরস্থানে তাদের দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে এলাকাবাসী খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তারকে (৩২) পিটিয়ে হত্যা করে। হামলায় রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫) গুরুতর আহত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর