
এজবাস্টন টেস্টে মাঠের লড়াই দারুণ জমে গেছে। সেই লড়াইয়ের পাশাপাশি আরেকটি ‘লড়াই’ চলছে ম্যাচের অনলফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বনাম ক্রিকেটারদের মাঝে। ম্যাচের প্রথম দিন থেকেই একাধিক আউটের সিদ্ধান্তে বাংলাদেশি এই আম্পায়ারের ওপর নাখোশ হতে দেখা গেছে ক্রিকেটারদের। গতকাল তৃতীয় দিনেও দেখা গেল একই দৃশ্য।
ভারতের দ্বিতীয় ইনিংসের ৮ম ওভারের ঘটনা। ওপেনার জশ্বস্বী জয়সওলের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন ইংলিশ পেসার জশ টং। আবেদনে সাড়া দিয়ে শরফুদ্দৌলা আঙুল তুলে দেন। সেই সিদ্ধান্তে ইংল্যান্ড খুশি হলেও সতীর্থ লোকেশ রাহুলের সঙ্গে আলোচনা করে একটু দেরিতেই রিভিউ নেন জয়সওল। নিয়মানুযায়ী শরফুদ্দৌলা সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। তখনই ঘটে সেই ঘটনা।
রিভিউ গ্রহণ করতেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ছুটে যান শরফুদ্দৌলার দিকে। তার দাবি, রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। রিভিউ নেওয়ার সুযোগ আর নেই। এ সময় শরফুদ্দৌলা তাকে জানান, জয়সওল নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ নিয়েছেন। কিন্তু স্টোকস সেটা মানতে রাজি হননি। বেশ কিছুক্ষণ তিনি শরফুদ্দৌলার সঙ্গে তর্ক করেন। আরেক ফিল্ড আম্পায়ার ক্রিস গাফানিও এসে যোগ দেন।
এদিকে টিভি আম্পায়ার পল রাইফেল পর্যালোচনা করে দেখতে পান, জয়সওল আউটই ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন জয়সওল। কিন্তু পুরোটা সময় বেন স্টোকসকে খুবই অসন্তুষ্ট দেখা গেছে। এর আগে ভারতের প্রথম ইনিংসেও জয়সওলের বিরুদ্ধে আউটের আবেদনে সঠিক ছিলেন শরফুদ্দৌলা। সেবার ক্রিস ওকসের বলে জয়সওলকে তিনি এলবিডব্লু না দেওয়ায় ইংলিশরা চটে গিয়েছিল। স্টোকস রিভিউ নিলেও ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান জয়সওয়াল।
রার/সা.এ
সর্বশেষ খবর