
বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৭ জনে।
শনিবার (৫ আগস্ট) বামনা উপজেলায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাইছা নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাইছা বামনা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান মল্লিকের সন্তান। বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং বাকিরা বরিশালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অথবা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, রাইছাকে কয়েকদিন আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. এনামুল হক তুহিনের কাছে নেওয়া হয়েছিল। পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ এলেও প্লাটিলেট কম ছিল। পরবর্তীতে বরিশালে চিকিৎসক তালুকদার মজিদের কাছে নেওয়া হলে সেখানেও এনএসওয়ান নেগেটিভ আসে, কিন্তু প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শনিবার দুপুরে রাইছা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে আনার আগেই মারা যায়।
ডা. মনিরুজ্জামান আরও বলেন, শিশুটির মৃত্যু ডেঙ্গুর লক্ষণ নিয়েই হয়েছে, তবে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে এবং চিকিৎসা সেবার প্রস্তুতি জোরদার করার কথা জানিয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর