
দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম সম্মেলন উদ্বোধন করেন।
পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানuzজামান রুবেল, সহ প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি পদে সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন (চেয়ার) ও গোলাম রব্বানী লেকু (আনারস), এবং সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল) ও শাহ আশরাফুল আলম (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৯টি বুথে ৬৩৯ জন কাউন্সিলরের মধ্যে ৬০২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলনে প্রধান অতিথি এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন পৌর বিএনপির বিজয়ী সভাপতি হিসেবে সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন (৩৭১ ভোট) এবং সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলাম পিন্টু (৩৩৩ ভোট)-এর নাম ঘোষণা করেন। এ সময় মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে বিজয়ীদের বরণ করে নেন উপস্থিত নেতাকর্মীরা।
দীর্ঘদিন পরে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর