ধুনট উপজেলায় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিস শেখ (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নাফিস ওই গ্রামের মামুন শেখের ছেলে এবং গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাফিস গোসলখানায় গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইচ নষ্ট দেখতে পান। পরে সেটি মেরামত করে পুনরায় চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁর মা বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে নাফিসকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোসাইবাড়ি ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলেজছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর