
নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। আটক আনোয়ার হোসেন ওই এলাকার মৃত কমল উদ্দিন শাহের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা মনে করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর এই ধরনের সক্রিয় ভূমিকা মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর