
বরগুনার আমতলা পাড় এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে বরগুনা পৌরসভার আমতলা পাড় সড়কের বাসিন্দা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (মুক্তিযুদ্ধ চলাকালীন কালা রশিদ খ্যাত) রশিদের বাসায় এই চুরি সংঘটিত হয়।
রশিদের বড় ছেলে লিটন জানান, রাত ২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে যান। ভোর ৪টার দিকে তিনি জেগে দেখেন সামনের দরজা খোলা। স্টিলের আলমারি ও সিন্ধুক খোলা এবং সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে।
পরে বরগুনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। লিটন আরও জানান, রান্নাঘরের টিন ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে। সিন্ধুকের চাবি স্টিলের আলমারির ড্রয়ারে রাখা ছিল। আলমারির তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা এবং সিন্ধুকে রাখা প্রায় ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে লিটনের স্ত্রী সুরমা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বরগুনা থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর