
সংসদীয় আসনের সীমানা ৬০ দিনের মধ্যে পুনর্নির্ধারণের আবেদন নিষ্পত্তি করে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। একইসঙ্গে নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে দলটি। পিভিসি পোস্টার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিকে দেওয়া লিখিত প্রস্তাবনায় তারা বিদ্যমান আইনের ৭ ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা উল্লেখ করেছেন। আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে জেলার মোট আসন অপরিবর্তিত রাখা এবং এক জেলার আসন অন্য জেলায় স্থানান্তর না করার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া, যেখানে সম্ভব উপজেলাকে অবিভাজিত রাখার কথাও বলা হয়েছে।
আসন পুনবিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা, বিভিন্ন আসনের মধ্যে ভোটার সংখ্যার তারতম্য, ভৌগোলিক সীমারেখা, যাতায়াত ব্যবস্থা এবং জন প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করেছে এনডিএম।
নির্বাচনি আচরণবিধির বিষয়ে দলটি প্রস্তাব করেছে, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সংসদীয় আসনের নির্দিষ্ট স্থানে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করতে হবে। এছাড়া, কমিশনের ব্যবস্থাপনায় প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর উপস্থিতিতে জনবহুল স্থানে অন্তত একটি পরিচিতি সভার আয়োজন করতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর সাথে ১০ জন সমর্থকের যাওয়ার অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে।
দলটি আরও বলেছে, ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণের মূল আবেদনকারী খেলাপি হলে মনোনয়নপত্র দাখিলের পূর্বে ঋণ পরিশোধের স্লিপ প্রদান সাপেক্ষে প্রার্থীকে নির্বাচনের যোগ্য বিবেচনা করতে হবে। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয়/জেলা/উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে এনডিএম। এছাড়া, অন্তবর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানানোর কথা বলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর