
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের ওপর হামলার ঘটনায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক এবং যুগ্ম আহ্বায়ক জশিম ইসলাম।
জানা যায়, রবিবার (০৭ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় রিয়াজ পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাওয়ার সময় সাকোয়া বাজারে হামলার শিকার হন।
হামলার ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে রিয়াজকে মারধর করতে দেখা যায়। হামলায় তার পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মাসুদ রানা রিয়াজ জানান, তিনি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। বিষয়টি কেন্দ্রীয় বিএনপি পর্যবেক্ষণ করছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তারা ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং বিষয়টি বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন। রিজভী আলমগীর তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, তারা আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানাবেন।
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান জানান, রিয়াজ একজন কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও তাকে কবর জিয়ারতের বিষয়টি আগে জানাননি। তাই তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর