
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগ বিধি সংশোধন করে বেতন গ্রেড উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরগুনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বরগুনা জেলা শাখা, মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বরগুনা জেলা সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের করার পাশাপাশি ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করা হোক।
এছাড়া ধারাবাহিক পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।
সংগঠনের জেলা সভাপতি মো. রিয়াজুল কবির রিয়াজ, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় কুমার হালদার ও সদস্য সচিব মো. গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার। মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তারা ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর