
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় একটি ব্যতিক্রমী গরুর বাছুর জন্ম নিয়েছে। বাছুরটির চারটি স্বাভাবিক পায়ের সঙ্গে সামনের দিকে অতিরিক্ত আরও একটি পা রয়েছে। উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামে কৃষক মো. শাহিন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
শাহিন মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় তার গাভী স্বাভাবিকভাবেই বাছুরটি প্রসব করে। পরে তিনি দেখতে পান বাছুরটির সামনের দিকে একটি অতিরিক্ত পা রয়েছে। তিনটি পায়ের ওপর ভর করে বাছুরটি স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
অদ্ভুত আকৃতির এই বাছুরটিকে দেখার জন্য आसपासের গ্রাম থেকে প্রচুর উৎসুক মানুষ ভিড় করছে। অনেকে বাছুরটির ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন জানান, তিনি আগে কখনো গরুর পাঁচ পা দেখেননি এবং বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।
বাছুরটির মালিক শাহীন মিয়া জানান, ঘটনাটি তাদের পরিবারের জন্য নতুন অভিজ্ঞতা এবং তারা বাছুরটির বিশেষ যত্ন নিচ্ছেন।
গোপালপুর উপজেলা পশু কর্মকর্তা ডাক্তার মো. গোলাম মোর্শেদ জানান, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা বিরল, তবে অন্য কোনো জটিলতা না থাকলে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও বলেন, এরকম ঘটনা হাজারে একটি-দুটি ঘটতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর