নেত্রকোনা- ২ আসনে ১১ দলীয় জোট ও এনসিপির মনোনীত প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে এই পথসভা করা হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিনের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ২ আসনে এনসিপি ও এগারো দলের মনোনীত প্রার্থী ফাহিম আহমদ খান পাঠান, নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়ক ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম, যুগ্ম মূখ্য সমন্বয়ক ডেভিড ভীমপাল্লী রাজু, যুগ্ম মূখ্য সংগঠক আবু সাইদ লিয়ন, নির্বাহী কাউন্সিলের সদস্য মো: রাসেল মোল্লা, জাতীয় নাগরিক পার্টি সদস্য দিদার শাহ সদস্য, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক, মো:নেসার উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো: আব্দুল বাচির খান, সহকারি সেক্রেটারি মো: আতিকুর রহমান প্রমুখ।
পরে সন্ধ্যায় উপজেলার অতিথপুর বাজারে নির্বাচনী সভায় যোগ দেন নেতাকর্মীরা। সভায় এনসিপির প্রার্থী ফাহিম রহমান বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্টদের প্রতিহত করতে শাপলা কলি প্রতীকে ভোট দিতে হবে। আগামী ১৫ দিন ভোটাররা সতর্ক থাকুন কষ্ট করুন পরের পাঁচ বছর আপনাদের পাহারা দেব।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর