
বগুড়ার শেরপুরে ঔষধ, খাদ্য, কসমেটিকস ও পরিমাপ-মানদণ্ড সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ধারা অনুযায়ী রিফা মেডিসিন কর্ণারকে ৬ হাজার ৫০০ টাকা, সিটি ফার্মেসীকে ৮ হাজার টাকা, মেসার্স হক ফার্মেসীকে ৩ হাজার টাকা, মা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং মেসার্স মীম ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী সাউদিয়া ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী আব্দুল্লাহ দই ও মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, প্রান্ত দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, মুসলিমা দই ঘর প্লাসকে ৫ হাজার টাকা ও জয় দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মরুময় সরকার, বিএসটিআই ফিল্ড অফিসার শাহানুর হোসেন খান, পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খান এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই-এর কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর