টানা বর্ষণে চট্টগ্রাম নগরজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বড়পোল, আগ্রাবাদ, চকবাজার, মেহেদীবাগ, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণের কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।
পাঁচলাইশ, কাপাসগোলা, শুলকবহর, আগ্রাবাদসহ নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
আগ্রাবাদ এলাকার বাসিন্দা সানাউল্লাহ জানান, বৃষ্টির কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, কিছু এলাকায় রাস্তা উঁচু এবং কিছু লিংক রোড নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হলেও সমস্যার সমাধান হচ্ছে না। প্রকৌশল বিভাগের মাধ্যমে রাস্তাগুলো একই লেভেলে আনার পরিকল্পনা চলছে। বর্তমানে, যেসব এলাকায় পানি জমার আশঙ্কা রয়েছে, সেখানকার ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর