
দুই দিন কিছুটা কম থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও আগামী ২০ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র বলছে, টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই।
জ্যেষ্ঠ আবাহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের আকাশ মেঘে ঢাকা। বুধবার রাজধানীতে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। তবে চট্টগ্রাম বিভাগে চলছে অতি ভারী বৃষ্টি। ফেনীতে মঙ্গলবার পর্যন্ত ৫৫০ মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে ৮২ মিলিমিটার। তবে বান্দরবান, নোয়াখালীতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আরও বলেন, বৃষ্টির পরিমাণ দুইদিন কিছুটা কমতে পারে। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশেই বাড়বে বৃষ্টিপাত।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলছেন, চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরি, সেলুনিয়া ও চট্টগ্রামের হালদার পানি শনিবার পর্যন্ত বিপৎসীমার ওপরেই থাকবে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, পদ্মা ও মেঘনার পানি কয়েকদিন বাড়তে পারে। তবে এই সময়ে উজানে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই এই মুহূর্তে বন্যার প্রকোপ খুব বেশি নেই।
রার/সা.এ
সর্বশেষ খবর