
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি সাইকুল নামের ট্রলারটি আলমগীর খলিফার মালিকানাধীন। জেলেরা সাগরে জাল ফেলে ট্রলারে ঘুমিয়ে ছিলেন। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়েন। পরে ভাসমান অবস্থায় ৯ জনকে অন্য একটি ট্রলারের মাধ্যমে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর