
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুকুর থেকে কাইয়ুম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কাইয়ুম দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরের মতো চলাফেরা করতেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর