
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে। এতে জেলার দক্ষিণাঞ্চলের প্রায় ৪ লাখ ১৬ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়েছে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় গোমতী নদীর পানি বিপদসীমার ১.৭৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা ৯.৫৬ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় নদীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে।
সরেজমিনে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর তীরবর্তী কিছু চরাঞ্চল ইতোমধ্যে তলিয়ে গেছে। স্থানীয়রা জানান, ২০২৪ সালের বন্যায় বুড়বুড়িয়া বাঁধ ভেঙে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার বহু ঘরবাড়ি ডুবে গিয়েছিল। পানি আরও বাড়লে আবারও তাদের আশ্রয়কেন্দ্রে যেতে হতে পারে।
কুমিল্লা পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, বৃষ্টিপাত বন্ধ হলে এবং উজানের ঢল কমলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
এদিকে, আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আরিফ জানান, সাগরে একটি লঘুচাপের কারণে চট্টগ্রাম বিভাগে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল মজুদ আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর