
পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জ থানায় ৮ জন সাংবাদিকসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার অভিযোগে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন।
এদিকে টানা তিনদিন ১৪৪ ধারা জারির পর গতকাল নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শহরে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। দোকানপাট খুলেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকে শহরে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
মামলার এজাহারে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৪ কোটি ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো নির্দিষ্ট আসামিকে সরাসরি দোষারোপ করা হয়নি।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, পুলিশ অ্যাসল্ট হওয়ার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ হাজার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জ শহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত হন এবং একজন নিহত হন। সংঘর্ষ চলাকালে শহরে দোকানপাট ভাঙচুর করা হয়।
অন্যদিকে, নবীগঞ্জ এইচএসসি পরীক্ষার নির্ধারিত কেন্দ্রে গতকাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর