
গাইবান্ধা জেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন পরীক্ষার্থী ছিল।
গরিদাহা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন এবং মানবিক বিভাগের ১৪ জন ছিল। ২০০০ সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়ে ১২ জন শিক্ষকসহ মোট ১৭ জন कर्मचारी রয়েছেন।
অন্যদিকে, গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ জন পরীক্ষার্থী ছিল, যারা সবাই মানবিক বিভাগের। ২০২২ সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়ে ১০ জন শিক্ষকসহ মোট ১২ জন कर्मचारी कार्यरत আছেন।
গরিদাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহেদা বেগম জানান, প্রশ্ন কঠিন হওয়ার কারণে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। তিনি আরও বলেন, সবাই একটি বা দুটি বিষয়ে ফেল করেছে, তবে মার্কশিট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। এরপর তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসাইন জানান, এটি তাদের বিদ্যালয়ের প্রথম ব্যাচ ছিল এবং তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করার কারণে এমন ফল হয়েছে। তিনি জানান, ৬ জনের মধ্যে একজন গণিতে এবং বাকি ৫ জন দুই-তিনটি বিষয়ে ফেল করেছে।
সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব গরিদাহা উচ্চ বিদ্যালয়ের ফল বিপর্যয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদের কাছে জানতে চাওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান এবং বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফল সম্পর্কে অবগত নন বলে জানান।
জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে এবং প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর