
ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দৌলতপুর বন্দুয়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টায় হালকা জ্বর নিয়ে তিনি মাছ ধরার জন্য কাঁপাই (স্থানীয় ভাষায় মাছ ধরার সরঞ্জাম) নিয়ে বের হন। সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করে।
আজ মাগরিবের পূর্বে যে স্থানে তিনি মাছ ধরতে গিয়েছিলেন, সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, ফেনীতে এবারের বন্যায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর