
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে জেলা শহরের এম আর কলেজ রোডে অবস্থিত নিউ ডক্টর প্যাথলজি অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি জানান, ডায়াগনস্টিক সেন্টারটিতে ইসিজি ও এক্সরেসহ বিভিন্ন মেশিনে ত্রুটি পাওয়া যায়। এছাড়াও, টেকনিশিয়ান দ্বারা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তৈরি করার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারটিতে পরীক্ষার রিপোর্টের সাথে মেশিনের মডেলের মিল পাওয়া যায়নি। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ মেশিনগুলো পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস নিতু, সেনাসদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি জানান, জনস্বার্থে জেলা প্রশাসকের নির্দেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম রোধে এই অভিযান চালানো হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর