
রাজবাড়ীর পাংশায় কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চরম discomfort-এর মধ্যে পড়েছেন। বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবরাহ কম। ফলে দাম বেড়েছে কয়েকগুণ। যেখানে এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা বেড়ে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ক্রেতা জাহাঙ্গীর জানান, এক সপ্তাহ আগে তিনি ২৫-৩০ টাকায় আধা কেজি কাঁচামরিচ কিনেছেন। এখন সেই মরিচ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে পারছেন না কৃষক। তাই বাজারে সরবরাহ কম, দাম বেশি।
পাংশা কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে মরিচ ও সবজির সরবরাহ কমে গেছে।
পাইকারি ও খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, গত সপ্তাহে কাঁচা মরিচ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বেড়ে ২০০-২৫০ টাকা হয়েছে।
বৃত্তি ডাংগা বাজারের ব্যবসায়ী রাশেদুল জানান, পাইকারিতে কাঁচামরিচ কিনতে হয়েছে ২০০ টাকার ওপরে। বৃষ্টির দিনে মরিচ পচে যাওয়ার risk-ও থাকে। তাই প্রকারভেদে ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
এদিকে, খুচরা বাজারগুলোতে অন্যান্য সবজির দামও বেড়েছে। এক সপ্তাহে বেগুন কেজি প্রতি ১৫-২০ টাকা বেড়ে এখন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স, পটল, লাউ, করলার দামও বেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়লে দাম কমবে, আর কমলে বাড়বে— এটাই স্বাভাবিক নিয়ম।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হবে। বেশি দামে কাঁচামাল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর