
কিশোরগঞ্জের করিমগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল ছোবান (৬০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১৪ এর পক্ষে মিডিয়া অফিসার নাজমুল হক শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া শৈলজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযুক্ত আব্দুল ছোবান পাকুন্দিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
র্যাব জানায়, ভুক্তভোগী ও অভিযুক্তের বাড়ি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামে। গত ১২ এপ্রিল রাতে আব্দুল ছোবান শিশুটিকে মজা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার নানী ও পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আব্দুল ছোবান পালিয়ে যান।
পরে ভুক্তভোগীর বাবা নাসির উদ্দিন বাদী হয়ে গত ১৮ এপ্রিল করিমগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে কার্যক্রম গ্রহণ করে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির জানান, বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর