
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোনকলে জানানো হয়। বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টার নিবিড় তল্লাশি চালানো হয়। কিন্তু বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।
শুক্রবার (১১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, আজ বিকেলে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তখন একটি অচেনা নম্বর থেকে ফোনকলে বিমানে বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।
তিনি বলেন, চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসেবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সাথে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছিল।
দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি
‘নিরাপত্তা তল্লাশি কার্যক্রম সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার শুরু থেকেই নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করেছে। সব যাত্রী ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করে বর্তমানে ফ্লাইটের যাত্রীদের পুনরায় নির্ধারিত গন্তব্যে পাঠানোর জন্য অন বোর্ড কার্যক্রম চলমান রয়েছে।’
ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ আরও বলেন, বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এই ইমার্জেন্সি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর