
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জেসমিন খাতুন ওরফে জেমি (১৭) নামের এক স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জেসমিন কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই এলাকার জেরু মন্ডলের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জেসমিন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে একটি বিষয়ে অকৃতকার্য হয়। ফল প্রকাশের পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বিষপান করে।
জেমির বাবা জেরু মন্ডল জানান, ফলে ফেল করায় তার মেয়ে মানসিক কষ্টে ছিল। তাদের অজান্তে সে বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর