
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে সজীব মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত সজীব মিয়া স্থানীয় শরিফ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি মাদকাসক্তির কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয়রা জানান, সজীব এইচএসসি পাসের পর থেকেই মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতেও তাকে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। রবিবার সকালে নামাজ পড়তে বের হয়ে সজীবের বাবা বাড়ির গেইটের সামনে ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়ার লাশ বাড়ির গেইটের সামনে পড়ে ছিল এবং তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর