
চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অফিসের পুরোনো ভবনে নিজ টেবিলে বসে ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি উজ্জ্বল বড়ুয়ার হাতে টাকা দিয়ে বলছেন, “টাকা তো সব আপনাদের অফিসেই দিয়ে দিলাম, আমাদের কিছু আছে?” এ সময় উজ্জ্বল বড়ুয়াকে টাকাগুলো গুণতে দেখা যায়। এর আগে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “এক্সেন স্যার বলেছেন, আমার নাম করে যদি কেউ এক টাকাও চায়, দেবেন না।” জবাবে ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া বলেন, “আবার গিয়ে বলেন দাদা এই কথা বলছে, দেখবেন তখন না বলবে না।”
অভিযোগ উঠেছে, ২০১৭ সালে চাকরিতে যোগদানের পর উজ্জ্বল বড়ুয়া বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে বিলাসবহুল দ্বিতল বাড়ি, তিনটি ট্রাক, একটি সিএনজি ও দুটি দোকান।
দাপ্তরিক সূত্র জানায়, উজ্জ্বল বড়ুয়া কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত থাকাকালে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন। তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রধান প্রকৌশলীর কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, উজ্জ্বল বড়ুয়া বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারের ইট, বালি ও সিমেন্ট সরবরাহ করতেন এবং নিজের লোক দিয়ে ঠিকাদারি প্রকল্প বাগিয়ে নিতেন। এছাড়া, উন্নয়নমূলক কাজের মালামাল পরীক্ষার জন্য সরকারি হিসাবের চেয়ে বেশি টাকা নিতেন।
এসব বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল বড়ুয়া বলেন, “ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের কোনো অভিযোগ আছে? এ বিষয়ে মন্তব্য করতে আমি ইচ্ছুক নই। মিডিয়ায় কথা বলতে নিষেধ আছে আমাদের।”
চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, “মিডিয়ায় বক্তব্য দিতে হলে আমাদের অনুমতি নিতে হবে। এভাবে কথা বলতে পারব না।”
সর্বশেষ খবর