
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যার পানি নেমে গেলেও রাস্তাঘাট এখনও জলমগ্ন। পানি ধীরে নামায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছেন।
পরশুরামের চিথলিয়া ইউনিয়নের শালধর নাপিত বাড়ির শ্যামল চন্দ্র, সুধীর ও সন্তোষের ঘরের চিহ্ন পর্যন্ত নেই। মুহুরীনদীর বেড়িবাঁধের পাশে বাড়ি হওয়ায় তাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ভেসে গেছে। একই বাড়ির পুলিন কুমার, সুনীল, সুমন, প্রমোথ ও শিবু শীলের বাড়িও প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ধনীকুন্ডা ধোপাবাড়ির নির্মল দাস, বিমল দাস, অর্জুন ও কমলের দোকানঘর বন্যার পানিতে বিলীন হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত নির্মল ও মনচুর জানান, বাড়িঘর হারিয়ে তারা এখন অসহায়।
স্থানীয় জামায়াত নেতা শাহজালাল জানান, মুহুরি নদীর পানিতে জনজীবন বিপর্যস্ত। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।
মধ্যম ধনীকুন্ডার বিধবা মায়া আক্তারের ঘরের পেছনের অংশ ধসে পড়েছে।
ক্ষতিগ্রস্তরা দ্রুত ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর