
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে সাহা মেডিকেল হলে একটি ওষুধের দাম ৯ টাকার জায়গায় ৮০ টাকা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৩ জুলাই) সকালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, সাহা মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছিল। এটি ভোক্তা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
মো. কাউছার মিয়া আরও বলেন, এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত তদারকি চলবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর