
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মারুফ আফজাল রাজন। রবিবার (১৩ জুলাই) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন। সেখানে বাগাতিপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মেহেদী হাসানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মারুফ আফজাল রাজন এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলায়।
যোগদানকালে মারুফ আফজাল রাজন বলেন, "আমি আজ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছি। আগামীকাল থেকে বাগাতিপাড়ায় অফিস শুরু করব। এই উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি।"
দীর্ঘ আট বছর পর বাগাতিপাড়ায় একজন পুরুষ ইউএনও যোগদান করায় উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা করছেন, নতুন ইউএনও-র নেতৃত্বে বাগাতিপাড়ার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর