
বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরের কেএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কেএম স্কুলের কয়েকজন শিক্ষার্থী খেলতে গিয়ে আদালত ভবনের সিঁড়িতে মরদেহটি দেখতে পায়। ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে।
আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। তার পাশে একটি পানির বোতল ও দুই বেল্টের স্যান্ডেল পাওয়া গেছে। যুবকের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। লাশটি বিকৃত হয়ে গেছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত মৃত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পাথরঘাটা থানায় কোনো মিসিং ডায়েরিও নেই। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর