
ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, নাগরপুর উপজেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ এবং ইসলামী যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজী বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ের কিছু হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। ইসলাম, মানবতা ও সভ্যতা এই ধরনের নিষ্ঠুরতাকে সমর্থন করে না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। এ সকল অপকর্মের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে নৈতিকতা ও ইনসাফের অভাব অনুভূত হচ্ছে। তারা সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর