
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাহাজ উদ্দিন বানু (৩৩) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এতে তিনটি কন্যা সন্তান এতিম হয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাটগামী একটি দ্রুতগামী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনিকা (১৮) নামের এক যাত্রী নিহত হন। অটোচালক বানু মিয়া এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বানু মিয়া মারা যান।
আহতরা হলেন- আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এবং তাদের ৯ বছর বয়সী ছোট মেয়ে ফাতেমা। তারা সোনাহাট স্থলবন্দর থেকে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত বাহাজ উদ্দিন বানু উপজেলার উমর আলীর ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান বলেন, বানুর পরিবার আজ অসহায়। সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।
স্থানীয়রা জানান, সড়ক পরিবহন আইনের ৮৩ ধারা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রয়েছে। তারা দ্রুত নিহতদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার দাবি জানিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং অনুদানের বিষয়টি বিবেচনা করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর