
গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিং এলাকায় আজ সোমবার (১৪ জুলাই) সকালে একটি ধানবোঝাই মালবাহী ট্রাক বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে একটানা বৃষ্টির কারণে কালিয়াকৈর-ধামরাই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সকাল আটটার দিকে ওই সড়কে ট্রাকটি আটকে যায় এবং এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে রেলক্রসিং এলাকায় রেল চলাচল ব্যাহত হয়।
ট্রাকচালকসহ স্থানীয় লোকজন ট্রাকটি সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন মির্জাপুরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, जिससे যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া সম্ভব হয় এবং এরপর রেল চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
টানা বর্ষণে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতি এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর