
হঠকারীদের স্পেইস দিলে দেশের ক্ষতি হবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ লিখেছেন, ‘এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।’
গত বুধবার সন্ধ্যার কিছু আগে, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর মেরে হত্যা করা হয়। শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করীম লাকিকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে শুক্রবার রাতেই একটি বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও তার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
অবশ্য অভিযুক্তদের বহিষ্কারের পরও সমালোচনা এড়াতে পারেনি বিএনপি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ বেশ কিছু রাজনৈতিক দল বিএনপি নেতাদের কড়া সমালোচনা করছেন। গত বছরের হওয়া জুলাই অভ্যুত্থানের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল বর্তমান প্রেক্ষাপটে তাতে ফাঁটল ধরেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমন এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই উপদেষ্টা মাহফুজের এ মন্তব্য এল।
রার/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর