
ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নসহ ভোলাবাসীর ৬ দফা দাবি নিয়ে আজ সেতু ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভোলাবাসী সংগঠনের আহ্বানে আয়োজিত এই বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনুদ্দীন এবং সেতু বিভাগের সচিব আব্দুর রউফসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোলাবাসী সংগঠনের নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোলাবাসীর দীর্ঘদিনের ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়া, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়ন।
বৈঠকে সরকারের পক্ষ থেকে ভোলাবাসীর এই দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর