
টেকসই ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় গ্রামীণ হেলথটেক লিমিটেডের উদ্যোগ ‘সুখী’ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, আকিজ বশীর গ্রুপ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের যৌথ আয়োজনে "সাস্টেইনেবল কমিউনিটি" ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।
‘সুখী’ গ্রামীণ হেলথটেকের একটি ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম। এটি দেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করতে কাজ করছে। প্ল্যাটফর্মটি প্রযুক্তি ও কমিউনিটি-ভিত্তিক নেটওয়ার্কের সমন্বয়ে দেশের ৬৪টি জেলায় ৬০,০০০-এর বেশি ডাক্তার পরামর্শ দিয়েছে। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্যেও এই সেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে।
একটি হাইব্রিড মডেলের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ২৪/৭ আইভিআর হটলাইন (১০৬৫৭)। দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত ৫,০০০-এর বেশি ‘সুখী সেবা কেন্দ্র’ এবং ৫,০০০-এর বেশি সুখী অ্যাম্বাসেডর প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।
‘সুখী’ প্ল্যাটফর্মটি কর্মসংস্থান তৈরিতেও অবদান রাখছে। এর সাথে ৩০০-এর বেশি সার্টিফায়েড চিকিৎসক ও ল্যাব এজেন্ট যুক্ত আছেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৩ নম্বর লক্ষ্য, সুস্বাস্থ্য ও মঙ্গল অর্জন এবং স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে বিশেষ ভূমিকা রাখায় গ্রামীণ হেলথটেককে এই পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির পর গ্রামীণ হেলথটেক তাদের চিকিৎসক, সেবাদানকারী সহযোগী, অ্যাম্বাসেডর, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর