
জামালপুরের সরিষাবাড়ীতে তোজাল হোসেন নামের এক ট্রাকচালকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত দশটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাই মোম্মেল হক (মোজা) বাদী হয়ে জনি মিয়াকে অভিযুক্ত করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, স্থল গ্রামের ট্রাকচালক তোজাল হোসেন প্রতিবেশী উজ্জল মিয়ার ছেলে জনি মিয়াকে তারাকান্দি এলাকার ট্রাক চালানোয় সুযোগ করে দেন। জনি মিয়া কামরুল ইসলামের একটি ট্রাক চালানোর দায়িত্ব পেয়ে ভাড়ার টাকা নিয়মিত জমা না দিয়ে আত্মসাৎ করেন। এর জেরে ট্রাকমালিক জনিকে চাকরি থেকে বাদ দেন। জনির সন্দেহ, তোজাল হোসেনের চক্রান্তেই তিনি চাকরি হারিয়েছেন।
আহত তোজাল হোসেনের ভাই সুজাল মিয়া জানান, গত শুক্রবার রাতে জনি মিয়া মোবাইল ফোনে ডেকে নিয়ে তোজালকে নিজের ঘরে মারধর করেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তোজালের মুখে কাপড় গুঁজে কুপিয়ে ও পিটিয়ে তার ডান হাত ও পা ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত জনি মিয়া নারী সংক্রান্ত অপবাদ দিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর