
প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পঞ্চগড় শাখা শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচির আয়োজন করে। জেলার ২৫টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
সংগঠনটির পঞ্চগড় শাখার সভাপতি জহুরুল ইসলাম মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক মরিয়ম আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকারি নিয়ম মেনেই বিদ্যালয়গুলো স্থাপন করা হয়েছে। পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়গুলো সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য প্রজ্ঞাপন জারি করে অনলাইনে আবেদন গ্রহণ করে। পঞ্চগড় জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করলে প্রাথমিক বাছাই শেষে ১৮টি গৃহীত হয়। পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯-এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি বিদ্যালয়গুলোকে ক, খ ও গ শ্রেণিতে বিভক্ত করে। এরপর ক-ভুক্ত বিদ্যালয়গুলোর সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন কার্যক্রম শুরু করে, যা অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ করা হয়।
শিক্ষক-কর্মচারীরা জানান, বছরের পর বছর ধরে তাঁরা বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং শিক্ষকদের এমপিওভুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা। মানববন্ধনে তিন শতাধিক শিক্ষক-কর্মচারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নেন।
পরে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর