
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে শ্রীকৃষ্ণ স্টোরের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গোডাউনে থাকা মুদি, কসমেটিকস, স্টেশনারি, হার্ডওয়্যার সামগ্রীসহ বিপুল পরিমাণ খাদ্যপণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীকৃষ্ণ স্টোরের স্বত্বাধিকারী দেবদাশ দেবনাথ (কানন) জানান, তিনি দোকানের দোতলায় বসবাস করেন। রাত দেড়টার দিকে তিনি গোডাউনে আগুন দেখতে পান। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গোডাউনের সমস্ত মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল নোমান জানান, বাজারের কাছেই তাঁর বাড়ি। আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন। তিনি দেখেন শ্রীকৃষ্ণ স্টোরের গোডাউনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর