
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সামনে আজ আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে পঞ্চগড় জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌশলী অ্যাডভোকেট মো. আব্দুল বারী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আহসান হাবিব ইসলাম, অ্যাডভোকেট ইয়াসিনুল ইসলাম দুলালসহ वरिष्ठ আইনজীবীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় না থাকায় বিচারকরা স্বাধীনভাবে নিরপেক্ষ বিচার করতে পারছেন না। এতে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হলেও কার্যত এখনো আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে হচ্ছে। আলাদা সচিবালয় না হওয়ায় স্বাধীন বিচার বিভাগের সুফল পাওয়া যাচ্ছে না।
তাঁরা অভিযোগ করেন, নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ থাকায় তারা নগ্ন হস্তক্ষেপ করছে। বিগত সরকারের আমলে একজন বিচারক কোনো আসামিকে জামিন দেওয়ায় সচিবালয় থেকে জামিন বাতিলের জন্য চাপ দেওয়া হয়েছিল। পৃথক সচিবালয় না থাকার কারণে বিচারকরা স্বাধীনভাবে বিচারকার্য সম্পাদন করতে পারছেন না। অনেক বিচারক জানিয়েছেন, মামলার শুনানিতে সচিবালয়ের চাপ থাকে, তাই স্বাধীন ও সঠিকভাবে রায় দিতে পারছেন না। আইনজীবীরা অতি দ্রুত বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে দেশে বিচার বিভাগের সংস্কারসহ সব বিভাগে সংস্কার হচ্ছে। তাঁরা স্বাধীন বিচার বিভাগের অধীনে স্বতন্ত্র সচিবালয় চান। সব মন্ত্রণালয়ের সঙ্গে আইন মন্ত্রণালয় সংযুক্ত থাকলেও বিচার বিভাগ স্বাধীন। আইনজীবী সমাজ, বিচারক, বিচার বিভাগ ও হাইকোর্টকে নিয়ে একটি পৃথক সচিবালয় গঠন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী অংশ নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর