
শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে "তারুণ্যের উৎসব-২০২৫" উপলক্ষে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে তিন দিনব্যাপী আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দিনে এই কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক এবং শেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।
অন্যান্যদের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরের স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুলসহ অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর