
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কোটি ১১ লক্ষ টাকা মূল্যের ৩৭ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
আটককৃতরা হলেন জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। এদের মধ্যে জ্যোতি খাতুন ও রানা বেগ স্বামী-স্ত্রী।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১০ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বলেশ্বর পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় জ্যোতি খাতুনের শরীরে হলুদ টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৮৬টি এয়ারটাইট নীল পলিপ্যাকে থাকা ৩৭০৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার স্বামী রানা বেগের কাছ থেকে মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা এবং অপর দুই সহযোগীর কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা কক্সবাজার থেকে মাদক নিয়ে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর