
গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর এক চাঞ্চল্যকর বিভ্রান্তি দেখা দিয়েছে। এক শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করলেও, ফলাফলে তাকে কৃষি বিষয়ে ফেল দেখানো হয়েছে। অথচ ওই শিক্ষার্থী এ বছর কৃষি বিষয়ে কোনো পরীক্ষাতেই অংশ নেয়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘বিল্ডিং মেইনটেনেন্স’ ট্রেড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। জানা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শিশির ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সেই কারণে, নিয়ম অনুযায়ী সে ২০২৫ সালে শুধুমাত্র ধর্ম বিষয়ের পরীক্ষায় পুনরায় অংশ নেয়।
ফলাফল প্রকাশের পর শিশির দেখে, সে ধর্ম বিষয়ে পাশ করলেও কৃষিতে ফেল করেছে। অথচ ২০২৪ সালের মূল পরীক্ষায় কৃষি বিষয়ে তার ‘এ’ গ্রেড ছিল।
শিক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস জানায়, “আমি এ বছর শুধুমাত্র ধর্ম বিষয়ে পরীক্ষায় দিয়েছিলাম। কৃষি বিষয়ে তো আমি আগেই ভালোভাবে পাস করেছি। এবারের ফলাফলে কৃষিতে ফেল দেখাচ্ছে। এটা কীভাবে সম্ভব, আমি বুঝতে পারছি না। আমি খুব দুশ্চিন্তায় আছি।”
বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “শিক্ষার্থী শিশির যে বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়েছে, সেই বিষয়ে সে পাশ করেছে। কিন্তু তার আগের উত্তীর্ণ বিষয় কৃষিতে হঠাৎ করে ফেল দেখানো হয়েছে, যা অবশ্যই একটি ভুল। বিষয়টি বোর্ডকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা আশা করছি, এটি দ্রুতই সংশোধন করা হবে।”
শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ভুল যেন দ্রুত সংশোধন করে সঠিক ফলাফল প্রকাশ করা হয়, যাতে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর