
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভার ব্যানারে বিতর্কিত এক ব্যক্তিকে বিশেষ অতিথি করায় সমালোচনার ঝড় উঠেছে। ওই ব্যক্তি স্থানীয়ভাবে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে পরিচিত এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশেষ অতিথি করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও তিনি সভায় উপস্থিত ছিলেন না, তবে ব্যানারে তার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ওই বিতর্কিত চেয়ারম্যানকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা বিশেষ অতিথি হিসেবে তার নাম ব্যবহার করে জনমত জরিপ করার চেষ্টা করছে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম বলেন, "এটি ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন ও আশ্রয়ের পূর্বাভাস। এটি খুবই দুঃখজনক।"
পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রবিউল ইসলাম জানান, দিবস সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ নুর আমিন বলেন, ওই চেয়ারম্যান নৌকা প্রতীকের চেয়ারম্যান এবং আত্মগোপনে আছেন, তা তার জানা ছিল না। অফিসের স্টাফরাও বিষয়টি তাকে জানায়নি। তিনি আরও বলেন, ওই চেয়ারম্যান এ বছর সেবায় শ্রেষ্ঠ হওয়ায় চেয়ারম্যান হিসেবে তাকে বিশেষ অতিথি করা হয়েছে। তবে তিনি সভায় আসেননি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর